বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার (শূন্যপদের সংখ্যা ১,৫০৫ টি)

আবারো বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশিত হয়েছে। রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd-এ। এবার ওয়েম্যান পদে ১,২৩৩ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারেন আপনিও। আবেদনের শেষ সময় ০২ মার্চ ২০২৪ তারিখ। আবেদন যোগ্যতা কি? কিভাবে আবেদন ফরম পূরণ করবেন? চলুন বিস্তারিত জেনে নেই রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর আলোকে। English Edition.

রেলের অন্যান্য সার্কুলার-

 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার

প্রায় ১৫৮ বছর আগে, ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ে গঠিত হয়। প্রতিষ্ঠাকালে এটি ব্রিটিশ মালিকাধীন পরিবহণ সংস্থা ছিলো।

বর্তমানে এটি বাংলাদেশ সরকার মালিকাধীন সংস্থা। সংস্থাটি বাংলাদেশের সকল রেলপথ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকে।

উইকিপেডিয়া (Wikipedia) থেকে পাওয়া এক তথ্য মতে, বাংলাদেশ রেলওয়ে তে বর্তমানে ৩৪ হাজার ১ শত ৬৮ জন কর্মী কর্মরত আছেন।

রেলের কর্মী সংখ্যা আরো বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি একটি জব সার্কুলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।

আজ আমরা এই পোস্টের মাধ্যমে রেলের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর আদ্যোপান্ত জানবো।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী
  • সংস্থা: বাংলাদেশ রেলওয়ে
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪
  • ক্যাটাগরি: ০১ টি
  • শূন্যপদ সংখ্যা: ১,২৩৩ টি
  • চাকরি ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ২৫ জানুয়ারি ২০২৪
  • আবেদন শেষ: ০২ মার্চ ২০২৪
  • আবেদন ফি: ১১২/- টাকা
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.railway.gov.bd

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

পদ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী

বাংলাদেশ রেলওয়ে নোটিশ ২০২৪ অনুসারে, চাকরির যোগ্যতা সহ অন্যান্য তথ্য নিচে তুলা ধরা হলো-

পদের নাম: ওয়েম্যান
শূন্যপদ সংখ্যা: ১,২৩৩ টি
গ্রেড: ১৯ তম
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাশ।
বয়স: ১৮ থেকে ৩০ বৎসর।

উল্লেখ্য গার্ড, বুকিং সহকারী, সহকারী লোকোমোটিভ মাস্টার, রেলওয়ে পোর্টার, পয়েন্টসম্যান, সিপাহী, পুলিশ, সহকারী স্টেশন মাস্টার, খালাসী, গেইটম্যান (ট্রাফিক) কিংবা নিরাপত্তা বাহিনী পদ সমূহে এবার লোক নিয়োগ দেওয়া হবে না।

 

অন্যান্য তথ্য

  1. বাংলাদেশ রেলওয়ে তে চাকরির জন্য শুধুমাত্র লালমনিরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা ও পাবনা জেলার সাধারণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এ দুটি জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  2. চাকরিরত কোন প্রার্থী আবেদন করতে চাইলে করতে পারবেন। তবে সঠিক কর্তৃপক্ষের মাধ্যমে তা করতে হবে।
  3. চাকরিরত প্রার্থীগণ আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনে টিক দিবেন। তবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে না।
  4. ওয়েম্যান পদে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রদত্ত সকল বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
  5. যে কোন প্রয়োজনে কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারবেন। চাইলে Bangladesh railway niyog 2024 -ও বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ এই অধিকার রাখেন।
  6. নিয়োগ সংক্রান্ত কোন বিষয়ে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

বাংলাদেশ ওয়েম্যান সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

সংশোধিত রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ সার্কুলার বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ সার্কুলার বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ সার্কুলার

 

আরও পড়ুন: ১৯ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

 

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ২৫ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০.০০ টা হতে। আবেদন প্রক্রিয়া চলবে টানা ০১ মাসের বেশী সময় যাবৎ। আবেদন করতে পারবেন ০২ মার্চ ২০২৪ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত।

 

বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম পূরণ পদ্ধতি

বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম পূরণ করতে হবে অনলাইনে। কিভাবে অনলাইনে ফরম পূরণ করবেন চলুন তা দেখে নেওয়া যাক।

  1. প্রথমে br.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
  2. “Wayman”-এ ক্লিক করুন।
  3. “Application Form”-এ ক্লিক করুন।
  4. “Wayman” নির্বাচন করে “Next”-এ ক্লিক করুন।
  5. “Yes” রেডিও বাটন চেক দিন যদি Alljobs এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, যদি না হয়ে থাকেন “No” রেডিও বাটন চেক দিন। তারপর “Next” বাটনে প্রেস করুন।
  6. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। যথাযথ তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন। সবশেষে তথ্য যাচাই করে সাবমিট করুন।

মনে রাখা প্রয়োজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দু’টি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।

 

আবেদন ফি

ওয়েম্যান পদের বিপরীতে আবেদন করতে চাইলে আবেদন ফি হিসেবে মোট ১১২/- টাকা দিতে হবে। আবেদন ফি দিতে হবে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যেই।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

অনলাইনে আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

  • প্রথম SMS: টাইপ করুন BR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
  • দ্বিতীয় SMS: পুনরায় টাইপ করুন BR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।

উল্লেখ্য, প্রথম SMS পাঠানো হলে একটি PIN নম্বর আপনাকে দেওয়া হবে। দ্বিতীয় SMS এ PIN নম্বরটি ব্যবহার করতে হবে। সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে উপরুক্ত নিয়ম SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাকে একটি কনফার্মেশন ম্যাসেজে আবেদন সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সাথে একটি Password ও দেওয়া হবে।

 

আরও পড়ুন: সিপাহী পদে জনবল নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ

 

রেলওয়ে প্রবেশপত্র ডাউনলোড

রেলওয়ে প্রবেশপত্র প্রকাশিত হলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাউনলোড করতে পারবেন এই br.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করে।

প্রবেশপত্র ডাউনলোডের জন্য যখন এভাইলেবল হবে, উক্ত লিঙ্কে প্রবেশ করে User ID এবং Password এন্টার করে ডাউনলোড করতে পারবেন।

তবে অযোগ্য বলে বিবেচিত প্রার্থীদের এডমিট কার্ড সংক্রান্ত কোন SMS দেওয়া হবে না।

 

বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর নিয়োগ সার্কুলার ডাউনলোড করুন

৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর নিয়োগ সার্কুলার ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর নিয়োগ সার্কুলার ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর নিয়োগ সার্কুলার

 

সম্পূর্ণ বিধিমাল PDF ফরমেটে ডাউনলোডের জন্য উপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার-এর মত অন্যান্য সকল সরকারী চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

এই পোষ্টগুলো পড়তে পারেন

40 Comments

  1. স্যার আমার পরিস্থিতি অনেক খারাপ আমার চাকরিটা খুব প্রয়োজন তা না হলে পরিবারে সমস্যা হয়ে যাবে দয়া করে আমাকে দেখবেন।

    Reply

    1. স্যার আমার পরিস্থিতি অনেক খারাপ আমার চাকরিটা খুব প্রয়োজন তা না হলে পরিবারে সমস্যা হয়ে যাবে দয়া করে আমাকে দেখবেন।

  2. আমার খুবেই দরকার চাকরিটা ভাই কেউ একটু দয়া করেন

  3. স্যার আমার পরিস্থিতি অনেক খারাপ আমার চাকরিটা খুব প্রয়োজন তা না হলে পরিবারে সমস্যা হয়ে যাবে দোয়া করে আমাকে দেখবেন

  4. আসসালাম আলাইকুম। আমার চাকরি খুব প্রয়োজন দয়া করে আমাকে একটা পদে চাকরির ব্যবস্থা করে দেন

  5. ‌বিবা‌হিতরা কি এই চাকরী‌তে আ‌বেদন কর‌তে পার‌বে আকটু জানা‌বেন পিল্জ ০১৭৩৯৪৬১২৯৩

  6. স‌্যার দয়াক‌রে আমা‌কে ট্রা‌ফিক গা‌ডের চাকরীটা দি‌বেন স‌‌্যার

  7. খুব কষ্টে আছি ভাই মা অসুস্থ চাকরি দরকার একটা

  8. পাবলিক সার্ভিস দেওয়ার খুব ইচ্ছে

    1. আমার একটা জব প্রয়োজন খুব সরকারি বয়স শেষের দিকে

  9. বাংলাদেশ রেলওয়ে নিয়োগ টা দেখে মনে হইলো করা যায় আবেদন। কারণ এত এত চাকরির নিয়োগ ছাড়ারে যে সব নিয়োগে আবেদন করে শুধু টাকা নষ্ট,,,,,আমরা যারা Student আছি তারা সবাই চাই একটা করে চাকরি হোক।কিন্তু আসলে কি সবাই পাই চাকরি,,,,আজ কাল দুর্নীতি এত বেড়ে গেছে যে টাকা ছাড়া চাকরি নেওয়া অসম্ভব কিন্তু তাও আমরা সবাই চেষ্টা করি।আমি অনেক চেষ্টা করছি কিন্তু টাকা ছাড়া চাকরি হয়নি।আজ আমি যদি গরিব না হইতাম তাহলে হয় তো চাকরি পেয়ে যাইতাম।যাই হোক আমি মনির খান। আমার মতামত জানালাম আপনি ও চাইলে অবেদন করতে পারেন ভালো হবে।

    আমি অবেদন করলাম,
    গাইবান্ধা থেকে,
    দেখি কপালে কি আছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি দেখি❤️🥰

    1. চাকরির পাশা পাশি কি পড়া লেখার সুযোগ আছে কি

  10. আমার একটা চাকরি খুবই দরকার

  11. আমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল শেষ করে উমুক্তে থেকে ডিগ্রী করেছি আমার একটা চাকরি খুব দরকার

  12. আমার চাকরির খুব দরকার ইলেকট্রিক্যালে ডিপ্লোমা শেষ করেছি ২০২০ এ আমি কি এপ্লাই করতে পারি

  13. লোখমোটিভ মাষ্টার, এটাতে RSA শিক্ষার্থীরা আবেদন করতে পারে না দেখলাম,শুধু Science জন্য…

  14. আসসালামু আলাইকুম, আমি গরিব ঘরের সন্তান আপনাদের কম্পানিতে যদি আমাকে একটা সুযোগ দেয়া হতো আমি রিনি থাকতাম ধন্যবাদ,

  15. সামনে লালমনিহাট ও পাবনা জেলা কোটায় কি কোন নিয়োগ দিবে। কারো জানা থাকলে বলিয়েন।

  16. এখনও কোন চাকুরীর আবেদন করিনি,
    ভাবছি খালাসি পদে করবো নাকি?
    আমাকে কেউ একটু দিক নির্দেশনা দিয়ে সাহায্য করুন প্লিজ

    1. 14 মে মাসের পর থেকে কি কোন নিয়োগ আছে সরকারি য
      বে

  17. md ismail hosen roll nomber 3109-1948 2015 sale porikkha dilam psso kota thaka sotte amr job hoi nai ki taka dewar sarto amr nai goriber sontan bole job holo na

    1. ছার আমার মেছেজ টা আশেনাই কবে আশবে ছার একটু বলবেন

      1. আপ্লাই করুন। যোগ্য হলে আশা করি চাকরি পেয়ে যাবেন।

    1. রেলওয়ে চাকরি টা আমার খুব প্রয়জ আমার ফেমেলি অনেক দরিদ্র সরকার জেন আমার দিকে মুখ তুলে তাকায় আর আমার চাকরি হলে আমি চির কিতগ্র থাকব সরকার আর কাছে।

    1. আমার বাবা একজন রেলের কর্ম কথা ছিল উনি মারা গেছে আমাকে একটা রেলওয়ে গেটম্যানের চাকরি খুব জরুরী দরকার দয়া করে আমাকে চাকরি দিবেন

  18. যারা এর আগে রেলওয়েতে আবেদন করেছে তাদের কে পুনরায় আবেদন করতে হবে কি

  19. দয়া করে আমাকে এটকা রেলওয়ে চাকরি দিবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *