১১০ পদে বিআইডব্লিউটিসি (BIWTC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন – বিআইডব্লিউটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF প্রকাশিত হয়েছে। আজ 21 ফেব্রুয়ারি 2024 তারিখে ১১০ টি শূন্যপদ নিয়ে নতুন এ জব সার্কুলার প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.biwtc.gov.bd -এ। বি আই ডব্লিউ টি সি এ চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ দ্রুত আবেদন করে নিন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে। চলুন আবেদন যোগ্যতা এবং অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে আসি BIWTC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর আলোকে। English Edition.

 

বিআইডব্লিউটিসি (BIWTC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

সংক্ষেপে বি আই ডব্লিউ টি সি (BIWTC) নামে পরিচিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (Bangladesh Inland Water Transport Corporation) বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন একটি সায়ত্বশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানের ১১০ টি শূন্য পদে পূরণের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত 21 ফেব্রুয়ারি 2024 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড সেকশনে প্রকাশ করা হয়। আজ আমরা এই পোস্টের মাধ্যমে এই চাকরি বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জানবো।

 

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • সংস্থা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • ক্যাটেগরি: ১১ টি
  • শূন্যপদ সংখ্যা: ১১০ টি
  • বেতন: ৯,০০০-৫৩,০৬০/-
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • আবেদন ফি: ৩৩৬/-, ৪৪৮/- ও ৫৬০/-
  • অনলাইনে আবেদন শুরু: ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৪
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.biwtc.gov.bd

 

আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর

 

পদ সংক্রান্ত তথ্যাবলী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এ উল্লিখিত পদ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিম্নে তুলে ধরা হলো।

১. পদের নাম: কনিষ্ঠ প্রকৌশলী (মেকানিক্যাল) 
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল নেভাল আর্কিটেকচার/মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

২. পদের নাম: কনিষ্ঠ প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) 
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৩. পদের নাম: পরিকল্পনা অফিসার
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: নিম্নোক্ত বিষয়ে মাস্টার ডিগ্রী।

  • অর্থনীতি
  • পরিসংখ্যান
  • ব্যবসা প্রশাসন
  • বাণিজ্য

৪. পদের নাম: আইন অফিসার
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক ডিগ্রী।

৫. পদের নাম: ক্রয় অফিসার
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার ডিগ্রী।

৬. পদের নাম: বীমা অফিসার
শূন্যপদের সংখ্যা: ০১ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: কমার্সে স্নাতক ডিগ্রী।

৭. পদের নাম: প্রকৌশল তত্ত্বাবধায়ক (মেকানিক্যাল)
শূন্যপদের সংখ্যা: ০২ টি;
বেতন স্কেল: ১২,৫০০- ৩০,২৩০/-টাকা;
গ্রেড: ১১ তম;
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।

৮. পদের নাম: সহকারী নিরীক্ষা অফিসার
শূন্যপদের সংখ্যা: ০২ টি;
বেতন স্কেল: ১২,৫০০- ৩০,২৩০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রী।

৯. পদের নাম: কনিষ্ঠ নৌ অফিসার
শূন্যপদের সংখ্যা: ০২ টি;
বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান গ্রুপ হতে এইচএসসি পাশ।

১০. পদের নাম: দ্বিতীয় শ্রেণির মাস্টার
শূন্যপদের সংখ্যা: ১৩ টি;
বেতন স্কেল: ১২,৫০০- ৩০,২৩০/-টাকা;
গ্রেড: ৯ম তম;
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

১১. পদের নাম: গ্রীজার
শূন্যপদের সংখ্যা: ৮৫ টি;
বেতন স্কেল: ৯,০০০- ২১,৮০০/-টাকা;
গ্রেড: ১৭ তম;
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

উল্লেখ্য, পদভেদে সকল সাধারণ প্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। 

 

আরও পড়ুন: ০৮ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে পানি সম্পদ মন্ত্রণালয়

 

আবেদন সংক্রান্ত তথ্যাবলী

BIWTC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 অনুযায়ী আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিম্নে দেওয়া হলো।

 

আবেদনের সময়সীমা

অনলাইনে বি আই ডব্লিউ টি সি আবেদন ফরম পূরণ করতে পারবেন ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে। অনলাইনে আবেদন ফরম পূরন ও জমাদানের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা

 

আবেদন পদ্ধতি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই biwtc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। চলুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে আবেদন করতে হবে।

  1. biwtc.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
  2. “Current Circular” এ ক্লিক করুন।
  3. “Apply Now” অপশনে ক্লিক করুন।
  4. যে কোন একটি পদের নামের উপর ক্লিক করুন।
  5. “No” সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
  6. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন এবং বিআইডব্লিউটিসি আবেদন ফরম পূরণ করে সাবমিট করুন।

উল্লেখ্য, বি আই ডব্লিউ টি সি নিয়োগ ২০২৪ মতে, আবেদনপত্র পূরণকালে প্রার্থীর নিজের একটি ছবি এবং একটি স্বাক্ষরের ছবির দরকার হবে। যেখানে ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে ৩০০ x ৮০ পিক্সেল।

 

আবেদন ফি

পরীক্ষার ফি বা আবেদন ফি বাবদ যথাক্রমে ৩০০/-, ৪০০/- ও ৫০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি জমাদানের সময় সার্ভিস চার্জ বাবদ যথাক্রমে ৩৬/-, ৪৮/- ও ৬০/- টাকা কাটা হবে।

 

আবেদন ফি জমাদান পদ্ধতি

অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী যে Applicants Copy পাবেন তাতে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি দিতে হবে আবশ্যিকভাবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। আবেদন ফি জমা দিতে হবে অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে। অন্যথায়, আপনার আবেদনপত্র গৃহীত হবে না। চলুন আবেদন ফি মাত্র ০২ টি SMS করে কিভাবে পরিশোধ করবেন তা দেখ নেই।

  • প্রথম SMS: ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন BIWTC <স্পেস> User ID এবং SMS টি সেন্ড করুন 16222 নম্বরে।
  • দ্বিতীয় SMS: পুনরায় ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন BIWTC <স্পেস> Yes <স্পেস> PIN এবং SMS টি সেন্ড করুন 16222 নম্বরে।

BIWTC নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এ উল্লিখিত উপরুক্ত নিয়মে SMS দুটি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। আপনাকে একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং একটি Password দেওয়া হবে। পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি 2024

 

 

আরও পড়ুন: ০৫ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান

 

বিআইডব্লিউটিসি প্রবেশপত্র ডাউনলোড

বি আই ডব্লিউ টি সি প্রবেশপত্র ডাউনলোডের জন্য এভাইলেবল হলে প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তাদের SMS দেওয়া হবে না। অর্থাৎ শুধুমাত্র যোগ্য প্রার্থীদের SMS করে এডমিট কার্ড ডাউনলোডের বিষয়টি জানানো হবে।

যখন বিআইডব্লিউটিসি প্রবেশপত্র ডাউনলোডের জন্য এভাইলেবল হবে প্রার্থীগণ biwtc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

 

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

যে সকল প্রার্থী ভাইভা বা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন সে সকল প্রার্থীদের নিম্নে উল্লখিত কাগজপত্রাদি সঙ্গে নিতে হবে।

  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
  • নাগরিকত্বের সনদপত্র;
  • কোটা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত);
  • মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্র;
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়ের কর্তৃক প্রত্যয়নপত্র;
  • চারিত্রিক সনদপত্র;
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি (সত্যায়িত);
  • Applicant’s Copy.

বিশেষ দ্রষ্টাব্যঃ ভাইভা পরিক্ষা দিতে যাওয়ার পূর্বে বিআইডব্লিউটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ভাল করে পড়েন নিবেন।

এই পোষ্টগুলো পড়তে পারেন

3 Comments

  1. আমি 2021 সালে এসএসসি পাস করেছি,, আমি কি দ্বিতীয় শ্রেণির মাষ্টারে আবেদন করতে পারবো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *