বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF আকারে অফিসিয়াল ওয়েবসাইট www.reb.gov.bd -এ প্রকাশ করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে জনবল নিয়োগ দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিপরীতে মোট ১১২ জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন। চলুন সরকারি এ চাকরি সম্পর্কিত আরোও তথ্য বিস্তারিত ভাবে জেনে আসি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়োগ ২০২৪ সার্কুলার এর আলোকে। English Edition.
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সংস্থাটি সংক্ষেপে রেব নামে পরিচিত। রেব একটি সরকারি মালিকাধীন সংস্থা। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।
সংস্থাটির নতুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে ১১২ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে।
কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি কি যোগ্যতা থাকতে হবে? এই পোস্টে এসব প্রশ্নের উত্তরসহ বিস্তারিত আলোচনা করা হবে। সকল তথ্য নেওয়া হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ 2024 থেকে।
এক নজরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি |
---|
|
আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর
পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য
পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট পদের জন্য আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।
পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১১০ টি
বেতন স্কেল: ৩১,০৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রী
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় পারদর্শী হলে আপনি অগ্রাধিকার পাবেন।
উল্লেখ্য, বয়স নির্ধারণের তারিখ নিচে দেওয়া পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়োগ ২০২৪ সার্কুলার হতে দেখুন।
অনলাইন আবেদন পদ্ধতি
পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 অনুসারে অনলাইনে আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন করা যাবে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে। আবেদন করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন করার নিয়ম
বাংলাদেশ রেব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এ উল্লিখিত কোন পদের বিপরীতে আবেদন করতে নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
- প্রথমে brebhr.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করুন অথবা উপরের বাটনে ক্লিক করুন।
- Application Form এ ক্লিক করুন।
- একটি পদের নামের উপর ক্লিক করুন।
- “Yes” বা “No” সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
- পল্লী বিদ্যুতায়ন বোর্ড আবেদন ফরম পেয়ে যাবেন। সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং সাবমিট করুন।
উল্লেখ্য, আবেদন ফরম পূরনের সময় প্রার্থীর একটি Color Photo এবং একটি Signature Photo এর প্রয়োজন হবে। যেখানে Color Photo এর মাপ হবে 300 X 300 Pixel, সাইজ হতে পারবে সর্বোচ্চ 100KB. এবং Signature এর মাপ হবে 300 X 80 Pixel, সাইজ হতে পারবে সর্বোচ্চ 60KB.
আবেদন ফরমটি সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। Applicant’s Copy তে একটি User ID ও থাকবে। Applicant’s Copy টি সংরক্ষণ করে রাখুন।
আরও পড়ুন: ১৪ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
আবেদন ফি জমাদান পদ্ধতি
সফল ভাবে আবেদন সম্পন্নকারী প্রার্থীকে Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
ফি বাবদ ৩০০/- টাকা পরিশোধ করা যাবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। ফি জমাদানের জন্য নিম্নোক্ত SMS পদ্ধতি অনুসরণ করুন।
প্রথম SMS: BREBHR <স্পেস> USER ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
উপর্যুক্ত নিয়মে SMS পাঠালে ফিরতি SMS এ একটি PIN পাবেন।
দ্বিতীয় SMS: BREBHR <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠালে আবেদন সম্পন্ন হয়েছে কিনা তা নিয়ে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। কনফার্মেশন ম্যাসেজে একটি Password ও দেওয়া হবে। যেটি পরবর্তী কার্যক্রমে প্রয়োজন হবে। Password টি সংরক্ষণ করে রাখুন।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়োগ ২০২৪ সার্কুলার
নতুন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পিডিএফ ফর্মে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা
নিয়োগ পরীক্ষা হবে দুটি ধাপে। ধাপ দুটি হলো- লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
যে সকল পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাশ করবেন কেবলমাত্র তাদেরই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময়ে যথাসময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
পল্লী বিদ্যুতায়ন প্রবেশ পত্র ডাউনলোড
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়োগ ২০২৩ সার্কুলার-এ দেওয়া তথ্য অনুযায়ী, এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন brebhr.teletalk.com.bd ওয়েবসাইট হতে।
প্রবেশ পত্র যখন ডাউনলোডের জন্য এভাইলেবল হবে তখন সকল প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসএমএস পাওয়ার পর প্রার্থীগণ উক্ত ওয়েবসাইট থেকে নিজ নিজ এডমিট কার্ড ডাউনলোড করতে নিতে পারবেন।
আরও পড়ুন: ৩০ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে কর কমিশন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মত আরো সরকারি চাকরি বিজ্ঞপ্তি পেতে নিয়মিত ভিজিট করুন www.Fahadul.com।
১৮৮ টি পদে ৩০% কি মুক্তিযোদ্ধা কোঠায় নেওয়া হবে?
junior engineer it এইটাতে আমার তো কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজি/কম্পিউটার টেকনোলোজি বিষয়ে সিজিপিএ ৩.০০ পেয়ে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে এইটা করা নাই কিন্তু ssc তে gpa 4 আছে আমি কি apply করতে পারবো?
কবে নাগাদ মেসেজ আসবে
আমার উচ্চতা ৫.৫
ওজন ১২০ বুক ৩২
আমার এসএসসি মুল সনদ কলেজে জমা দেওয়া আছে।সনদের সত্যায়িত কপি আছে। এইচ এস সি মুল সনদ আছে।
আমার উচ্ছতা ৫:২
জন্ম,,৩০-০৪-২০০৩
এসএস সি এবং এইচ এস সি,, সায়েন্স
আমি আমার এলাকায় পল্লী বিদ্যুৎ এর লাইনক্রুদের সাথে এক বছর যাবত একটু একটু করে কাজ করে আসতেছি।
আমি লেভেল -১ এর কোর্স শেষ করেছি।এবং কারিগরি বোর্ড এর সনদ ও আছে।
আলহামদুলিল্লাহ আমি গাছে এবং কুটিতে উটতে খুভ পারদর্শী।
আমি কি আবেদন করতে পারবো???
হ্যা! আপনি আবেদন করতে পারেন। আশা করি চাকরিটা পেয়ে যাবেন।
বয়স ২৩বছর ৯ মাস ২৮ দিন হবে কি
সর্বোচ্চ বয়স ২১ বছর হতে পারবে। আপনি আবেদন করতে পারবেন না।
১৯ নাম্বার ছক পুরন না করলে কোন সমস্যা হবে।
আর যদি করি সাধারণ মানুষ এর ঠিকানা দেওয়া যাবে?
একটু যানাবেন?
মানবিক বিভাগ এর ছাত্র হবে কি?
বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে।
আমার বয়স ১-১০-২০২১ থেকে ২১ বছর ২৬ দিন আমি কি আবেদন করতে পারবো?
না, পারবেন না। বয়স ২১ বছর বা এর কম হতে হবে।
১৫-১০-২০০৩ এ আমার জন্ম.
আমি কি আবেদন করতে পারবো?
এই সার্কুলারটা কোন পত্রিকাতে কত তারিখে প্রকাশিত হয়েছিল দয়া করে জানাবেন?
০৫-১০-২০০৩ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
Business group hobe ki
ব্যবসায় শিক্ষা বিভাগের কোন সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করলে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে আবেদন করতে পারেন।
আবেদন টা কি নিজস্ব পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩০ তারিখের আগে জমা দিতে হবে
আমার স্কাউট সার্টিফিকেট আছে। কাজে আসবে কি সেটা?
এইটা এড করতে পারেন।
চুক্তির মেয়াদ কত হতে পারে?
টাকাটা কখন জমা দিতে হবে?
টাকা দেওয়ার বিষয়ে নির্ভুল তথ্যের জন্য বিজ্ঞপ্তি দেখুন।
আমার উচ্চতা ৫ফুট ২ইন্চি আমি কি আবেদন করতে পারব।
কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
আমার বাড়ি নোয়াখালী জেলায়। আমি চট্টগ্রাম আবেদন করতে পারবো??
না। আপনার নোয়াখালীতেই আবেদন পত্র জমা দিতে হবে।
স্যার লাইন ক্রু লেভেল -১ মাঠ নাকি স্থগিত করেছে?
দুঃখিত! আমরা এখনও এ ধরণের কোন তথ্য পাইনি। তবে আপনি যদি এ ধরণের কোন তথ্য পান যাচাই করে দেখবেন। ধন্যবাদ।
ভকেশনাল থেকে কী আবেদন করা যাবে
আবেদন করতে পারবেন।
আমার বয়স ১৭বছর ৭ মাস আবেদন করা যাবে কি?
সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। আপনি আবেদন করতে পারবেন না।
আমার উচ্চতা ৫’৯”
শিক্ষাগত যোগ্যতা ঃ এসএসসি :৩.৬৭ এবং এইচএসসি :৩.৫৮ দুইটা তে বিজ্ঞান বিভাগ
সবকিছু ঠিক আছে কিন্তু ২৯-৩১ তারিখ তো আমার পুলিশ এর মাঠ আছে
তো পল্লি বিদ্যুৎ এ আবেদন করলে ৩০ তারিখ কিভাবে সাক্ষাৎকার এ অংশগ্রহণ করব
আমার আইডি কার্ড নাই আমি কি আবেদন করতে পারব?
আবেদন ফরমে এনআইডি কার্ডের নং চাওয়া হয়েছে। বিকল্প হিসেবে জন্ম নিবন্ধন সনদের নম্বর চাওয়া হয়নি। তাই আপনার যদি এনআইডিকার্ড না থাকে আপনি আবেদন করতে পারবেন না।
স্যার এইটা কি ৭ তারিখে প্রকাশ হইছে?
২১ বছর ৮ মাস বয়স।
আবেদন করা যাবে কি?
দুঃখিত! আপনি আবেদন করতে পারবেন না।
আমার বয়স ৩৯ বছর রানিং আমার দাদু সুবেদার মেজর,বির মুক্তি যোদ্ধা আমিকি কোন পদে দরখাস্ত করতে পারি।আমার শিক্ষাগত যোগ্যতা এইচ,এইচ সি পাশ।
আমার আইডি কার্ড নাই,তবে জন্ম সনদ আছে।এক্ষেত্রে আমার আবেদন করতে কোনো সমস্যা হবে?
সঠিক বলা যাচ্চে না। আপনি চেষ্টা করে দেখুন।
বয়স 21 বছর ৬ মাস আবেদন করা যাবে কি?
না, আপনি আবেদন করতে পারবেন না। বয়স ২১ বছর বা এর কম হতে হবে।