৮৬ পদে বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন – বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। মোট ০২টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩১ মে 2024 তারিখে অফিসিয়াল ওয়েবসাইট www.bsti.gov.bd -এ। চাকরি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৬টি পদের বিপরীতে ৮৬ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এই পোস্টের মাধ্যমে চলুন BSTI নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আলোকে আরো বিস্তারিত জেনে আসি।
বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন – বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সরকারি মালিকাধীন সংস্থা বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন। সংক্ষপে বিএসটিআই (BSTI) নামে পরিচিত। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৮৫ সালে।
সম্প্রতি এ সংস্থাটি বিভিন্ন শূন্যপদ পূরণের লক্ষ্যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা ৮৬।
Online-এ আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। Online-এ আবেদন গ্রহণ চলবে ০৫ জুলাই 2024 তারিখ পর্যন্ত। কিভাবে আবেদন করবেন? চলুন এই পোস্টের মাধ্যমে বিস্তারিত সহকারে জেনে নেওয়া যাক।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
|
আরও পড়ুন: সকল এনজিও চাকরির খবর
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন – বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
একি সংস্থা অর্থাৎ BSTI এর মোট দুটি নিয়োগ নোটিশ একি সাথে প্রকাশিত হয়েছে। নিচে নোটিশ দুটি দেওয়া হলো। Download লিঙ্কও সাথে দেওয়া আছে। উক্ত ডাউনলোড লিঙ্কে ক্লিক করে প্রার্থী একসঙ্গে দুটি নোটিশ পিডিএফ (PDF) আকারে ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ নোটিশ দুটি একি পিডিএফ ফাইলের মধ্যে রয়েছে।
BSTI নিয়োগ বিজ্ঞপ্তি – ০১
BSTI নিয়োগ বিজ্ঞপ্তি – ০২
অনলাইন আবেদন পদ্ধতি
উপর্যুক্ত দুটি বিজ্ঞপ্তির বিভিন্ন পদের জন্য আবেদন পদ্ধতি একই। চলুন অনলাইন আবেদন পদ্ধতি জেনে নেই।
আবেদন যোগ্যতা
দুটি বিজ্ঞপ্তির বিভিন্ন পদ অনুযায়ী বয়সসীমা ভিন্ন। আবার পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন। প্রার্থী আবেদনের পূর্বে বিজ্ঞপ্তি থেকে বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন।
আবেদনের সময়সীমা
Online-এ আবেদনপত্র পূরণ করতে পারবেন ০৬ জুন ২০২৪ তারিখ (রবিবার) সকাল ১০.০০ ঘটিকা হতে।
আবেদনপত্র পূরনের শেষ সময় ০৫ জুলাই ২০২৪ তারিখ (সোমবার) বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি উক্ত সময়সীমার মধ্যে পরিশোধ করা হবে। অন্যথায় আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: ৫৯ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)
আবেদন পদ্ধতি
যেসব প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী তারা bsti.teletalk.com.bd ওয়েবসাইট থেকে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। কিভাবে আবেদনপত্র পূরণ করবেন তা ধাপে ধাপে নিচে বর্ণনা করা হলো।
১) প্রথমে bsti.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) “Application Form” নামের অপশনে ক্লিক করুন।
৩) এবার আপনি যে পেজটি দেখতে পাবেন সেখানে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের লিস্ট থাকবে। আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদ সিলেক্ট করুন। তারপর “Next” বাটনে প্রেস করুন।
৪) এই পেজে আপনি কাঙ্ক্ষিত আবেদন ফরমটি পেয়ে যাবেন। আবেদন ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করুন।
উল্লেখ্য, আবেদনপত্র পূরণকালে প্রার্থীর নিজের একটি ছবি ও স্বাক্ষরের ছবির প্রয়োজন হবে।
যেখানে ছবির রেজ্যুলেশন ৩০০ X ৩০০ পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ হতে পারবে ১০০ কিলোবাইট। এবং স্বাক্ষরের রেজ্যুলেশন ৩০০ X ৮০ পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ হতে পারবে ৬০ কিলোবাইট।
আবেদন ফি
বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী,
প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়ছে ৬০০/- টাকা। টেলিটক সার্ভিস চার্জ ৭২/- টাকাসহ মোট আবেদন ফি হলো ৬৭২/- টাকা।
দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির ১নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬০/- টাকা।
এবং ২নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ধরা হয়েছে ৫৬/- টাকা।
আবেদন ফি জমাদান পদ্ধতি
Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে মাত্র দুটি SMS করে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
Online-এ আবেদনপত্র সফল্ভাবে পূরণ সম্পন্ন করলে প্রার্থী একটি User ID সম্বলিত Applicant’s Copy পাবেন। উক্ত User ID ব্যবহারে করে নিচে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে ০২ টি SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
- প্রথম SMS: BSTI <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
- দ্বিতীয় SMS: BSTI <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
বি.দ্র. প্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি ম্যাসেজে আপনাকে একটি PIN দেওয়া হবে। এই PIN নম্বরই দ্বিতীয় এসএমএস এ লিখতে হবে।
User ID কিংবা Password পুনরুদ্ধার পদ্ধতি
শুধুমাত্র টেলিটক মোবাইল ফোন থেকে প্রার্থীগণ User ID কিংবা Password পুনরুদ্ধার করতে পারবেন। তবে এক্ষত্রে অবশ্যই সিমটি প্রি-পেইড হতে হবে। নিচে বর্ণিত SMS পদ্ধতি ফলো করে প্রার্থীগণ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে: BSTI <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
- PIN জানা থাকলে: BSTI <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN No. লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
আরও পড়ুন: ১৩ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়
প্রবেশপত্র ডাউনলোড
এডমিট কার্ড বা প্রবেশপত্র এভাইলেবল এবং ডাউনলোড সংক্রান্ত সকল তথ্য এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের জানানো হবে।
যেসব প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র সংক্রান্ত এসএমএস পাবেন না। এছাড়াও প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোডের বিষয়টি bsti.teletalk.com.bd এবং www.bsti.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
প্রবেশপত্র এভাইলেবল হলে যোগ্য প্রার্থীগণ এই bsti.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।