সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ১৪ এপ্রিল ২০২৪
১৪ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা PDF আকারে Download করুন এই পোস্টের মাধ্যমে। দৈনিক এ সাপ্তাহিক চাকরির পত্রিকায় পাবেন পুরো সপ্তাহের সরকারি, বেসরকারি, এনজিও, কোম্পানি ইত্যাদি চাকরির খবর। আমাদের ওয়েবসাইটে এখন থেকে নিয়মিতভাবে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 2024 প্রকাশ করা হবে। এছাড়াও পূর্বে প্রকাশিত সাপ্তাহিক চাকরির নিউজ পেপারগুলোও থাকবে। প্রতিটা ই-পেপার এর সাথে ডাউনলোড বাটনও যুক্ত করে দেওয়া হবে। চলুন তাহলে এ সাপ্তাহের চাকরির খবর পিডিএফ আকারে ডাউনলোড করে নেই। English Edition.
সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা
ডাউনলোড করার আগে এই পত্রিকা সম্পর্কে কিছু বিষয়ে চলুন জানা যাক।
চাকরির বাজার এ লক্ষ বেকারের ভরসা হলো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। প্রতি সপ্তাহে প্রকাশিত সকল সরকারি, এনজিও এবং কোম্পানির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করে থাকে। সাধারণ প্রতি শুক্রবার এর প্রিন্টেড ভার্সন বা হার্ড কপি প্রকাশ করা হয়।
০৪ পৃষ্ঠার একটা পেপারের মূল্য মাত্র ০৫ টাকা। পত্রিকাটির প্রিন্টেড ভার্সন আপনার নিকটস্থ প্রেস ক্লাবে গেলেই পেয়ে যাবেন।
তবে আপনি যদি পিডিএফ ভার্সন বা ই-পেপার খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইট ভিজিট করেছেন। আপনার পছন্দের চাকরির সংবাদপত্র এখানেই পাবেন।
এক নজরে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা |
---|
|
আরোও পড়ুন: চলমান এনজিও চাকরির খবর
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 2024
আজকের পত্রিকা নিচের থেকে দেখে নিন। (ইমেজ লোড হতে একটু সময় লাগতে পারে।)
- আরও পড়ুন: চলমান সকল সরকারি চাকরির খবর
- আরও পড়ুন: চুরি হওয়া মোবাইল খোজে পান
- আমাদের নতুন জব সাইট: এখনই ঘুরে আসুন ক্লিক করুন
পাঠকদের জন্য সতর্কতা মূলক বার্তা
কোন বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করার পূর্বে প্রার্থীদের অবশ্যই দুইবার ভেবে নিতে হবে। বর্তমান সময়ে চাকরি-বাকরি খুব সহজে পাওয়া যায় না। লোভনীয় বিজ্ঞাপন দেখে দ্বিতীয় বার না ভেবেই আবেদন করা যাবে না। নিয়োগ লাভের আগে কোন প্রকার লেনদেনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
কারণ, যেখানেই হতাশাগ্রস্থ লোক আছে, সেখানে প্রতারকও আছে। অনেক অসাদু ব্যাক্তি আছেন যারা অর্থ আত্মসাতের উদ্দেশ্য ভূয়া সার্কুলার প্রকাশ করে থাকে। সংবাদ মাধ্যমে প্রায়শই এসব নিউজ দেখা যায়।
এজন্য আবেদন সুস্থ্য মস্তিষ্কে করতে হবে। আপনি যে প্রতিষ্ঠের চাকরি করতে আগ্রহী আবেদনের পূর্বে সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আগে ভাল ভাবে জেনে নিন। কিভাবে জানবেন?
গুগল, ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য স্যোশাল মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে পারেন।
Amy Akjon sat ro as se se Amy alem a pore sir amy ai skreta si sir Amir jub do kar sir amy ka ay skreta daoajaba
Job
আমি এই চাকরিটা চায় সার আমি আর কিছুই চাইনা সার