সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট police.teletalk.com.bd এ। এস আই এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশিত হয়েছে 07 অক্টোবর 2021 তারিখে। আবেদন করতে পারেন স্নাতক ডিগ্রীর অধিকারী হলে। Online-এ আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। এই পোস্টে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তথ্য নেওয়া হয়ছে পুলিশ SI নিয়োগ ২০২১ সার্কুলার থেকে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। English Edition.
নিয়োগ পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে!!!
সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সাব-ইন্সপেক্টর (Sub-inspector) হলো এসআই (SI) এর পূর্ণরুপ। যার বাংলা অর্থ হলো উপ-পরিদর্শক। বাংলাদেশ পুলিশের এই উপ-পরিদর্শক পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে গতকাল ০৭ অক্টোবর ২০২১ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। যোগ্যতা অনুযায়ী নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
|
আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর
পুলিশ এস আই (SI) নিয়োগ ২০২১ সার্কুলার
পুলিশের এস আই নিয়োগ ২০২১ সার্কুলারটি নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
সাব ইন্সপেক্টর (এসআই) পদে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানবো এই সেকশন থেকে।
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ যোগ্যতা ২০২১
সাব ইন্সপেক্টর হওয়ার যোগ্যতা সম্পর্কে চলুন বিস্তারিত জানি।
জাতীয়তা: বাংলাদেশী। (প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। (তবে তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা হলে চলবে না)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী থাকতে হবে।
অভিজ্ঞতা: কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। ০৮ অক্টোবর ২০২১ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে ২৭ বছর পূর্ণ হওয়া প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা: চলুন এবার নারী-পুরুষ উভয় প্রার্থীর ন্যূনতম শারীরিক যোগ্যতা সম্পর্কে জানি।
বিবরণ | পুরুষ | নারী |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি | ৫ ফুট ৪ ইঞ্চি |
বুকের মাপ | স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি | – |
ওজন | বয়স ও উচ্চতা অনুসারে | বয়স ও উচ্চতা অনুসারে |
দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
আরও পড়ুন: ০৭ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে খাদ্য মন্ত্রণালয়
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু হবে আজ ০৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০.০০ টা থেকে। আবেদন করতে পারবেন আগামী ০৪ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত। প্রার্থীদের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
সাব ইন্সপেক্টর পদে আবেদন
এসআই পদে কিভাবে অনলাইনে আবেদন করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে।
১) উপরের বাটনে প্রেস করুন।
২) দ্বিতীয় অপশনে ক্লিক করুন।
৩) “Application Form” নামের একটি অপশন পাবেন। এবার এই অপশনে ক্লিক করুন।
৪) “Cadet Sub-Inspector of Police” রেডিও বাটন সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
৫) স্ক্রিনে আবেদন ফরম পেয়ে যাবেন। সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। সাবমিট করার পূর্বে প্রদত্ত সকল তথ্য যাচাই করে নিন। (যদি ইন্সট্রাকশন্স বুঝতে সমস্যা হয় তাহলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।)
আপনি যদি অনলাইনে সঠিক ভাবে আবেদন ফরম পূরণ করে সাবমিট করেন তাহলে আপনাকে একটি User ID দেওয়া হবে। User ID পরবর্তী সকল প্রয়োজনে ব্যবহৃত হবে। তাই আবেদন কপির সাথে এটিও নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখুন।
আবেদন ফি জমাদান প্রক্রিয়া
আবেদন ফি মাত্র ৩০/- টাকা। জমা দিতে হবে User ID ব্যবহার করে। অবশ্যই টেলিটক সিমের মাধ্যমেই পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবেন? চলুন দেখি মাত্র ০২ টি SMS করে আবেদন ফি কিভাবে পরিশোধ করা যায়।
প্রথম SMS: SIP <স্পেস> User ID লিখে SMS করুন 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: SIP <স্পেস> Yes <স্পেস> PIN লিখে SMS করুন 16222 নম্বরে।
শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা
শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা শুরু হবে আগামী ০৮ ডিসেম্বর ২০২১ তারিখ হতে। সকল প্রার্থীদের প্রবেশপত্র সহকারে নিম্নে উল্লিখিত কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। কেন্দ্রে, পরীক্ষার তারিখ ও সময় নিচে ছবির মাধ্যমে উপস্থাপন করা হলো। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরের সেকশনে আলোচনা করা হয়েছে।
সাব ইন্সপেক্টর প্রবেশপত্র ডাউনলোড
পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ দেওয়া তথ্য মতে, প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা হবে সকল স্তরের পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে। নির্বাচিত প্রার্থীগণ যোগ্য বলে বিবেচিত হবেন। প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন শুধু যোগ্য প্রার্থীগণ। প্রবেশপত্র প্রকাশিত হলে এসব প্রার্থীদের SMS করে তা জানিয়ে দেওয়া হবে।
এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট ভিজিট করে User ID এবং Password ব্যবহার করে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্রাদি
প্রয়োজনীয় কাগজপত্রাদি যা শারীরিক মাপ ও সক্ষমতা যাচাইকরণ পরীক্ষার সময় নিতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো।
- প্রবেশপত্রের ০২ টি কপি।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- নাগিরিকত্বের সনদপত্র।
- অভিবাবকের সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র।
- ০৩ কপি সত্যায়িত ছবি।
- চাকরিজীবী প্রার্থী হলে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
- কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র।
আরও পড়ুন: ৫২ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
শারীরিক পরীক্ষা সংক্রান্ত অনুশীলন ভিডিও
আগ্রহী প্রার্থীগণ নিচের ভিডিও দেখে শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
diploma complete kora thakle ki apply kora jabe??
Well